গতকাল ০১ ডিসেম্বর, ২০২২ ইং তারিখে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কর্তৃক আয়োজিত ট্যুরিস্ট পুলিশের দক্ষতা বৃদ্ধিকরন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সম্মানিত সচিব জনাব আব্দুন নাসের খান। কুয়াকাটা পৌরসভার অডিটোরিয়াম কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ট্যুরিজম বোর্ডের উপপরিচালক(উপসচিব) জনাব রাহনুমা সালাম এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আজাদ।অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সম্মানিত সচিব জনাব মোঃ আব্দুন নাসের খান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে নিরাপদ খাদ্য আইন-২০১৩, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর পথপরিক্রমা,পর্যটন বিকাশে নিরাপদ খাদ্যের ভুমিকা, সমন্বিত কার্যক্রম পরিচালনার মাধ্যমে পর্যটন এরিয়ার খাদ্য চেইনকে নিরাপদ রাখা সহ সার্বিক বিষয় আলোকপাত করেন। পর্যটন পুলিশের বিভিন্ন প্রশ্নোত্তর এর মাধ্যমে নিরাপদ খাদ্যের বিভিন্ন বিষয়ের ধারনা পূরনা পায়। উক্ত প্রোগ্রাম এ এছাড়া উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু রায়হান, নিরাপদ খাদ্য অফিসার, পটুয়াখালী, জনাব আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, নিরাপদ খাদ্য অফিসার , বরিশাল, জনাব মোঃ নাজমুল ইসলাম,নিরাপদ খাদ্য অফিসার, ঝালকাঠি, এবং জনাব মোঃ গোলাম রাব্বি,নিরাপদ খাদ্য অফিসার, পিরোজপুর। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সমন্বিত কার্যক্রম ভবিষ্যতে আরো বিস্তৃত হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS